চিরতরের জন্যে কোথায় গেলে মাগো, জগত ছেড়ে?
হয়ে গেলে এক শুকতারা তুমি অন্তরীক্ষের কোলে।
মনে করি সদাই তোমায় – মাকে কখনো যায় কি ভোলা?
মার প্রয়োজন মেটে নাকো , স্মৃতি করে অনুভব সবসময়-তার কোমল হাতের ছোওয়া।
মা যে আমার ছিল, এক সুন্দর পরী,
দেখতাম তাকে আমি দু নয়ন ভরে ।
এখনও কি মাগো, আমি রাজত্ব করি,
তোমার স্নেহভরা চিত্তে, তোমার হৃদয়ের মাঝে ?
আজও কি তোমার মায়ায় ভরা চোখ দুটি,
করে ছল্ছল্ আমার বেদনার তরে ?
কোথায় হারিয়ে গেলে মাগো তুমি,
তোমার সন্তানদের রেখে একা জগৎ সংসারে?
ভাই আমার আরো ছোট্ট তখন,
বোঝে না জন্ম মৃত্যুর খেলা ।
তাকেও রেখে গেলে চলে ?
ভাসিয়ে দিলে ভাগ্য নদীতে, আমাদের জীবনের ভেলা ?
তবে ভালো আছি মা এখন,
তোমার আশীর্বাদে হয় আরো সহজ জীবন।
তবু জানিনা কেন মনের কোনে, একটি ছোট্ট বাচ্চা কাঁদে –
হাতছানি দিয়ে বারবার কেন তোমাকেই সে ডাকে মাগো, শুধু তোমাকেই সে ডাকে ?
যতই আসুক নতুন বছর জীবনে বারেবারে,
রাখব গুছিয়ে সেই পুরনো দিনগুলো, আমার স্মৃতির ভাণ্ডারে।
চেষ্টা করব বাচঁতে সুখে তোমার দেওয়া জীবনটা,
আবার নিলে জন্ম, যেন ফিরে আসি তোমার কোলে, হয়ে তোমার দুহিতা ।
…………………………….SOHINI…………………………………
© Sohini Dutta and A weaver at work Blog, 2018. Unauthorized use and/or duplication of this material without express and written permission from this site’s author and/or owner is strictly prohibited. Excerpts and links may be used, provided that full and clear credit is given to Sohini Dutta and A weaver at work Blog with appropriate and specific direction to the original content.
Ato sundor ekta kobita onek kichu mone koriye dilo😞
LikeLike
Thank you Swagata
LikeLike