আমাদের বিবাহবার্ষিকী তে …

আমাদের বিবাহবার্ষিকীতে … কবিতাটির আবৃত্তি—-

জীবনযুদ্ধে নামিলাম একসাথে,

চোখে লহিয়া বহু স্বপ্ন।

কত আশাপূরণের, কত ভালোবাসার স্মৃতি,

হৃদয়ে করিয়া রাখিলাম যত্ন।

ষষ্ঠ বৎসর করিয়া সমাপন,

একটি নূতন অধ্যায় হইল শুরু।

সপ্তম বৎসরটি করুক আলোকিত মন

সকল অভিজ্ঞতা হইয়া উঠুক পথে চলিবার সঙ্গী- সদগুরু।

তোমার হাতে রাখিয়া হাত

অন্তিম দিন অব্ধি দিয়া সাথ,

চলিতে থাকিব হয়ে অনবদ্য

জীবনের প্রতিকূল পরিস্হিতির সম্মুখে।

তুমি দাও আমাকে শক্তি,

তুমি হইলে আমার শান্তি,

তোমার অস্হিত্বের হেতু

মোর অন্তরে জাগে ভরসা, চিত্ত ভরিয়া ওঠে পরমানন্দে।

সবসময় চলি একসাথে,

মনে এই কামনাই করি।

জীবনের সুন্দর চিত্রগুলি স্মৃতিপটে,

আমরা দুজনে মিলিয়া যেন ভরি।

শুভ বিবাহ বার্ষিকী তথাগত 🎉🎊💐,

ইতি সোহিনী……..

 

© Sohini Dutta and A weaver at work Blog, 2018. Unauthorized use and/or duplication of this material without express and written permission from this site’s author and/or owner is strictly prohibited. Excerpts and links may be used, provided that full and clear credit is given to Sohini Dutta and A weaver at work Blog with appropriate and specific direction to the original content.

4 thoughts on “আমাদের বিবাহবার্ষিকী তে …

Add yours

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Website Powered by WordPress.com.

Up ↑